Site icon Jamuna Television

চিনি নিয়ে ছিনিমিনি!

কুষ্টিয়া সুগার মিলের স্টোর থেকে ৫৩ টন চিনি গায়েব হয়ে গেছে। এ সব চিনির হিসেব কিছুতেই মেলানো যাচ্ছে না। স্টোর কিপারকে সাময়িক বরখাস্ত করে মিল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

জানা যায়, বর্তমানে উৎপাদন বন্ধ থাকলেও আগের মৌসুমগুলোতে উৎপাদিত বিপুল পরিমান চিনি অবিক্রিত থেকে গিয়েছিলো। সম্প্রতি গুঞ্জন ওঠে স্টোরে থাকা এসব চিনির বস্তা ধীরে ধীরে কমছে। এক পর্যায়ে গুঞ্জন ঊর্ধ্বতনদের কানে পৌঁছালে তারা শুরু করে তদন্ত। তদন্তে জানা যায় স্টোর থেকে অন্তত ৫৩ টন চিনি গায়েব হয়ে গেছে।

কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান জানিয়েছেন, চিনি গায়েবের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি হয়েছে। আর সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টোর কিপার ফরিদুল হককে।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, হিসেব না পাওয়া ৫৩ টন চিনির বর্তমান বাজার দর প্রায় ৩৫ লাখ টাকা।

উল্লেখ্য, অব্যাহত লোকসানের মুখে সম্প্রতি রাষ্ট্রায়ত্ব ১৬টি চিনিকলের মধ্যে বন্ধ হয়ে যায় ছয়টির উৎপাদন। বন্ধের সেই তালিকায় ছিল কুষ্টিয়াও।

Exit mobile version