Site icon Jamuna Television

করের জাল সম্প্রসারণ করলে বোঝা কমে আসে: এনবিআর চেয়ারম্যান

করের জাল সম্প্রসারণ করা হলে গ্রাহক পর্যায়ে বোঝা কমে আসে, আবার সরকারের রাজস্ব আদায় বাড়ে। শনিবার (৫ জুন) দুপুরে, ইএফডি বিষয়ক লটারি ড্র অনুষ্ঠানে, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম একথা বলেন। এসময় রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন বাজেটে করের বোঝা লাঘব করা হয়েছে; এতে আগামীতে বেশি রাজস্ব আদায় হবে। এনবিআর পাহারা বসিয়ে ভ্যাট আদায়ের পক্ষে নয় জানিয়ে তিনি বলেন, ভ্যাট পরিশোধের প্রক্রিয়া সহজ করতে এনবিআর প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছে। এতে ভ্যাট ফাঁকি রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে সবাইকে রাজস্ব পরিশোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্যাট দিতে হবে, যাতে করে উন্নত দেশের নাগরিক হিসেবে বিশ্বসভায় পরিচয় দেওয়া যায়।

Exit mobile version