Site icon Jamuna Television

মোস্তাফিজের মাস্টারির ম্যাচে জয় প্রতিপক্ষ মোহামেডানের

দারুণ ছন্দে থাকা মোস্তাফিজুর রহমানের ২২ রানে ৫ উইকেট শিকারের ম্যাচেও মাথা নিচু করেই মাঠ ছেড়েছে তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল (৫ জুন) দিনের তৃতীয় ম্যাচে তাদের বিপক্ষে জয় পেয়েছে সাকিব আল হাসানের মোহামেডান। মিরপুরে প্রাইম ব্যাংককে ২৭ রানে হারিয়ে আসরে টানা তৃতীয় জয় তুলে নেয় সাদাকালোরা। মোহামেডানের করা ১৫০ রানের জবাবে ১২৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।

প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডানকে দারুণ সূচনা এনে দেন মাহমুদুল ও পারভেজ। মাহমুদুল ২৩ ও পারভেজ ৫০ রান করে সাজঘরে ফেরেন। শেষ দিকে মোস্তাফিজের ইকোনমিক বোলিংয়ে ১৫০ রানের বেশি তুলতে পারেনি মতিঝিল পাড়ার ক্লাবটি। শেষ ১৬ রানে তারা হারায় ৬ উইকেট। অধিনায়ক সাকিব করেন ২০ রান। আর নিজের শেষ দুই ওভারে ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজ। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রাইম ব্যাংক। নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম, বিজয়, মিথুনরা। তামিম ২০ বলে করেন ২০, মিথুন করেন ১৮ বলে ২৫। রনি তালুকদার ও নাইম হাসান দুজনেরই সংগ্রহ ১৯ রান। বিপরীতে সাকিব, তাসকিনদের দারুণ বোলিংয়ে ১২৩ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। তাসকিন ১৫ রানে নেন ৩ উইকেট। ৩৩ রান খরচায় ৩ উইকেট পান অপর পেসার আবু জায়েদ রাহি। সাকিব আল হাসান ১৬ রানে পেয়েছেন ২ উইকেট।

Exit mobile version