Site icon Jamuna Television

মিলখা সিংয়ের মৃত্যুর খবর গুজব, ক্রীড়ামন্ত্রীর টুইট

ভারতের কিংবদন্তী অ্যাথলেট মিলখা সিংয়ের মৃত্যুর খবরকে গুজব বলে নিশ্চিত করলেন দেশটির ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। সেই সাথে এমন গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে টুইট করেন তিনি।

করোনা আক্রান্ত মিলখা সিংকে বৃহষ্পতিবার আবারও হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যুর খবর ছড়াতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ক্রীড়ামন্ত্রী জানান, আইসিইউতে রাখা হলেও বর্তমানে ভালো আছেন মিলখা সিং। আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ তিনি। তবে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

কিছু দিন আগে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মিলখা সিং। অক্সিজেন কমে যাওয়ায় বৃহষ্পতিবার পুনরায় হাসপাতালে নেয়া হয় তাকে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার স্ত্রী নির্মল কাউর।

Exit mobile version