Site icon Jamuna Television

আজিমপুরে স্টাফ কোয়ার্টারের বাথরুমে মিললো ঢাবি ছাত্রীর লাশ

বান্ধবীর ফোনেই উদ্ধার হলো ঢাবি ছাত্রীর লাশ

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানায়, আজ (৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে বাথরুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় সেই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, দুজন শিক্ষার্থী মিলে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি বাসায় ভাড়া থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পায়। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ওই রুমমেট ৯৯৯-এর মাধ্যমে তাদের খবর দিলে পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে।

Exit mobile version