Site icon Jamuna Television

দেশে সিনোভ্যাকের টিকার জরুরি ব্যবহারের অনুমতি

দেশে সিনোভ্যাকের টিকার জরুরি ব্যবহারের অনুমতি

চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ঔষধ প্রশাসন অধিদফতর। দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা এই টিকা ব্যবহারের আবেদন করেছিল।

রোববার সকালে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুমোদনে স্বাক্ষর করেছেন। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে আরেকটি টিকার অনুমোদন দেওয়া হলো।

এ নিয়ে দেশে মোট পাঁচটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল। সিনোভ্যাক টিকা ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের জন্য। বাংলাদেশে অনুমোদন পাওয়া ভ্যাকসিন হলো অ্যাস্ট্রাজেনেকা, স্পুৎনিক-৫, সিনোফার্ম ও ফাইজার।

এনএনআর/

Exit mobile version