Site icon Jamuna Television

মাঠ ও মাঠের বাইরে মোস্তাফিজ তাসকিনের খুনসুটি

একই ম্যাচে দুই বন্ধু মিলে তুলে নিয়েছেন ৮ উইকেট। সেই দুই বন্ধু মোস্তাফিজ আর তাসকিন। তবে ৫ উইকেট শিকারী মোস্তাফিজ দিনশেষে পরাজিত দলে, ৩ উইকেট শিকারী তাসকিন জয়োৎসব করেছেন। ম্যাচশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বন্ধু মেতেছেন খুনসুটিতেও।

রঙ্গিন পোশাকে বাংলাদেশ দলের বোলিং আক্রমনে অপরিহার্য অংশ পেসার মোস্তাফিজুর রহমান। আরেক পেসার তাসকিন আহমেদ মাঝে ছন্দ হারালেও আবারো নিয়মিত হয়েছেন জাতীয় দলে। দুজনই পেস বোলার হওয়ায় এমনিতেই সুসম্পর্ক মোস্তাফিজ ও তাসকিনের। মিল আরও আছে দুজনের, দুজনেরই অভিষেক ভারতের বিপক্ষে, জন্মও একই সাল ১৯৯৫-তে। সমবয়সী হওয়ায় বন্ধুত্বটা আরও গাঢ় হয়েছে ফিজ আর তাসকিনের।

তবে ঘরোয়া ক্রিকেটে আবার ভিন্ন দলে হওয়ায় দুই বন্ধুর মধ্যে চলে লড়াইও। এই যেমন শনিবার তাসকিনের মোহামেডানের ৫ ব্যাটসম্যানকে একাই ফেরান মোস্তাফিজ। সাকিব সহ যে তালিকায় আছেন তার বন্ধু তাসকিনও। ফিজকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড হন তাসকিন।

জবাবে বল হাতে ফিজের প্রাইম ব্যাংকের তিন উইকেট তুলে নেন তাসকিন। যার মধ্যে আবার আছে মোস্তাফিজের উইকেটও। এবার তাসকিনকে মারতে গিয়ে বোল্ট হয়েছেন ফিজ।

বন্ধুকে বোল্ড করার পর মাঠেই খুনসুটি সেরেছেন তাসকিন। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজ হুঁশিয়ারি দিয়েছে বন্ধুকে। লিখেছেন, পরের বার এটা ছক্কা হবে তাসকিন।

Exit mobile version