Site icon Jamuna Television

জেসিআই বাংলাদেশ ২০২১ পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপের বিজয়ী সানামা ফয়েজ‌

জেসিআই বাংলাদেশ ২০২১ পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপের বিজয়ী সানামা ফয়েজ‌

জেসিআই বাংলাদেশ ২০২১ পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপের বিজয়ী হন জেসিআই ঢাকা ইস্ট এর লোকাল ডিরেক্টর সানামা ফয়েজ‌।

প্রতিযোগিতায় জেসিআই বাংলাদেশের অন্যান্য চ্যাপ্টারের মোট ৩০ প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেসিআই‌ বাংলাদেশের ২০০৭ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট মামুন আকবার, ২০১৫ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ২০১৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন ও ২০২১ সালের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইসমাত জাহান।

সানামা ২০২১ সালে তাইওয়ানে অনুষ্ঠিতব্য জেসিআই এশিয়া প্যাসিফিক কনফারেন্সে পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় জেসিআই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এই প্রতিযোগিতায় জেসিআই অন্যান্য দেশের পাবলিক স্পিকিং বিজয়ী‌ অংশ নিবে।

এনএনআর/

Exit mobile version