Site icon Jamuna Television

আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন: কাদের

আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন: কাদের

শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী বছরের জুন মাসেই এই সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের জানান, পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ শতাংশ। এসময়ে মন্ত্রী আরও জানান, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ শতাংশ।

এনএনআর/

Exit mobile version