Site icon Jamuna Television

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্ট শুরু হলে রোববার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয় ৯৮ বছর বয়সী এই অভিনেতাকে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন দিলীপ কুমার।

দিলীপ-জায়া অভিনেত্রী সায়রা বানু জানান, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছে দিলীপের। রোববার সকালে তাই কোভিড রোগীর জন্য নির্দিষ্ট নয় এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষানিরীক্ষাও করা হবে।

‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত অভিনেতা ‘দেবদাস’, ‘ক্রান্তি’, ‘মোগল-ই-আজম’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পান দিলীপ।

এনএনআর/

Exit mobile version