Site icon Jamuna Television

রুহানি সরকারের ব্যর্থতা নিয়ে উত্তাল প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক

রুহানি সরকারের ব্যর্থতা নিয়ে উত্তাল প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক

মার্কিন নিষেধাজ্ঞা আর রুহানি সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনায় উত্তাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক।

শনিবার সাত পদপ্রার্থী অংশ নেন ওই বিতর্ক অনুষ্ঠানে। এরমধ্যে ৫ জনই রক্ষণশীল হিসেবে পরিচিত। এসময় নেতারা প্রেসিডেন্ট হাসান রুহানির কর্মদক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনা করেন। তার অদক্ষতায় দেশটির অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এমন অভিযোগ তাদের। মার্কিন নিষেধাজ্ঞা ও পশ্চিমাদের সাথে সম্পর্কের তিক্ততা বাড়ানোর জন্যও দায়ী করা হয় রুহানিকে।

বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির পক্ষই আরও শক্তিশালী হবে।

এনএনআর/

Exit mobile version