Site icon Jamuna Television

বগুড়ায় মাটিতে পড়ে গেছে ৩৩ হাজার ভোল্টের ৮ খুঁটি

বগুড়া ব্যুরো:

বগুড়ায় আচমকা পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ৮টি বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে গেছে।
বগুড়া-রংপুর মহাসড়কের পাশে বেলাইল এলাকায় এই ঘটনা ঘটে। খুঁটিগুলো দিয়ে পল্লী বিদ্যুতের বগুড়া গ্রিড থেকে ৩৩ কেভিএ (৩৩ হাজার ভোল্ট) বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে কাহালু সাব-স্টেশন ও দুপচাঁচিয়ার চৌমোহনী সাব-স্টেশনে। বর্তমানে বিকল্প উপায়ে ওই দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১’র মহাব্যবস্থাপক মনির উদ্দিন মজুমদার জানান, মহাসড়কের ওই স্থানটিতে ওভারব্রিজ নির্মাণের জন্য পোলগুলোর আশপাশে অনেকখানি জায়গা খনন করা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে পোলগুলোর নিচের মাটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, মাটিতে পড়ে যাওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনায় জান-মালের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে কাহালু ও দুপাচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও বর্তমানে মহাস্থান গ্রিড এবং নওগাঁ গ্রিড থেকে এই দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত শেষ হতে সোমবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে।

ইউএইচ/

Exit mobile version