Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শনে সেব্রিনা ফ্লোরা

লকডাউনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শনে সেব্রিনা ফ্লোরা

করোনা সংক্রমণের গতি কোনোভাবেই থামানো যাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গেছেন এলাকা পর্যবেক্ষণে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরার নেতৃত্বে প্রতিনিধি দলটি সোনামসজিদ স্থল বন্দরে যান। কথা বলেন, পোর্ট সংশ্লিষ্টদের সাথে।

লকডাউনের পরও গেলো দুই সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় সংক্রমণের হার কোনোভাবেই কমাতে না পারায় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনে আরও কঠোর হবার তাগিদ দেন তারা। এরপর চাঁপাইনবাবগঞ্জ ও পরে রাজশাহীতে বৈঠকে অংশ নেবেন তারা।

এনএনআর/

Exit mobile version