Site icon Jamuna Television

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনের রেসিং প্রতিযোগিতার আয়োজন রাশিয়ার

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনের রেসিং প্রতিযোগিতার আয়োজন রাশিয়ার

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন নিয়ে রেসিং প্রতিযোগিতার আয়োজন করলো রাশিয়া। শনিবার মস্কোতে করা হয় এ আয়োজন।

রয়টার্সের ভিডিও ফুটেজে, মস্কোর আকাশে বিভিন্ন আকারের ড্রোন উড়াতে দেখা যায় প্রতিযোগীদের। রাশিয়া জুড়ে ড্রোন উৎসাহীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। নিজেদের হাতে তৈরি যন্ত্রগুলো প্রদর্শনের সুযোগ কাজে লাগাতে নাম লেখায় এ খেলায়। কাজের ক্ষেত্র ছেড়ে এখন ড্রোন ব্যবহার হচ্ছে বিনোদন ও ক্রীড়ার মাধ্যম হিসেবেও।

২০১৭ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যারোনেটিক্স-‘এফএআই’ ড্রোন রেসিংকে অফিসিয়াল খেলার মর্যাদা দেয়।

এনএনআর/

Exit mobile version