Site icon Jamuna Television

রাজশাহীতে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে বিশেষ সভা অনুষ্ঠিত

রাজশাহীতে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর, ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তি সহ ১৪ দলের রাজনৈতিক নেতারা।

সভায় পরীক্ষার তুলনায় সনাক্তের হার, মৃত্যু হার, রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসা সক্ষমতা নিয়ে আলোচনা হয়। আলোচনায় মন্ত্রী পরিষদ ঘোষিত চলমান লকডাউন কার্যকরী ও এ জেলায় সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময়ের পর সকল যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়।

Exit mobile version