Site icon Jamuna Television

নওগাঁয় উপসর্গ না থাকলেও পরীক্ষায় মিলছে করোনা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

উপসর্গ নেই অথবা সামান্য সর্দি-কাশি। র‍্যাপিড এন্টিজেন টেস্ট করে এরকম ৯৫ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে নওগাঁয়।

১ হাজার ১৮০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে র‍্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে এদের শনাক্ত করা হয় । পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শতকরা ৮.৫৭।

আজ (৬ জুন) সকাল থেকে জেলার ১১ টি উপজেলায় ১২টি স্থানে নমুনা সংগ্রহ করা হয়। পরে এন্টিজেন টেস্ট করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের (কোভিড-১৯) তথ্য প্রদানকারী কর্মকর্তা ডাক্তার আসিস জানান, সবচেয়ে বেশি সংক্রমণের হার পাওয়া গেছে নওগাঁ সদরে।

নওগাঁ সদর আধুনিক হাসপাতাল ক্যাম্পে ২৭ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। পত্নীতলা উপজেলায় ৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

আক্রান্তদের বেশিরভাগ মানুষের মধ্যেই আগে থেকে কোন উপসর্গ দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়েছে কমিউনিটিতে।

ডাঃ আশিস জানান, আক্রান্ত ব্যক্তিদেরকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। জেলা জুড়ে র‍্যাপিড এন্টিজেন টেস্ট ক্যামপেইন আরও কয়েকদিন চলমান থাকবে বলে জানান তিনি।

Exit mobile version