Site icon Jamuna Television

হ্যারি–মেগানের ঘরে নতুন অতিথি

হ্যারি–মেগানের ঘরে নতুন অতিথি

ব্রিটিশ রাজপরিবার এলো নতুন অতিথি। রোববার দ্বিতীয় কন্যা শিশু জন্মদানের খবর জানালেন প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে হয় কন্যা শিশু। নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন উইন্ডসর। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছ এমনটা নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।

২০১৮ সালে এই যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরের বছরই হয় পুত্র সন্তান। প্রিন্সের নাম রাখা হয় আর্চি।

গেলো বছরের শুরুতে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হ্যারি ও মেগান; ত্যাগ করেন রাজকীয় পদবীও। জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বসবাস শুরু করেন যুক্তরাষ্ট্রে। ব্রিটিশ রাজপরিবারের ৬ষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি।

এনএনআর/

Exit mobile version