Site icon Jamuna Television

কামিন্সকে লিলির সাথে তুলনা ইয়ান চ্যাপেলের

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলের দৃষ্টিতে প্যাট কামিন্সই সেরা টেস্ট বোলার। সম্প্রতি এক ভার্চুয়াল আড্ডায় তিনি বলেন, গ্যাবায় সবশেষ টেস্টে ভারতের বিপক্ষে ও যে বোলিং করেছে, তা অসাধারণ। ম্যান অব দ্যা সিরিজ হয়েছে কামিন্স। ওকে দেখে আমার লিলি’র কথা মনে পড়েছে। লিলিও এ রকম আক্রমণাত্মক ও নিখুঁত ছিল।

চ্যাপেল তার সেরা পাঁচে রাখেননি জিমি অ্যান্ডারসনকে। দুই ভারতীয় বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার ও আকাশ চোপড়ার চোখেও কামিন্সই সেরা টেস্ট বোলার। তবে তিনজনের তালিকায় আছেন সর্বোচ্চ চার ভারতীয় বোলার- অশ্বিন, ইশান্ত, সামি ও বুমরাহ। ইএসপিএন ক্রিকইনফো আয়োজিত অনলাইন আড্ডায় উঠে এসেছে এই তালিকা।

টেস্টে রেকর্ড ৬১৬ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন কেন তালিকায় নেই, এমন প্রশ্নে মাথা চুলকে- ইনজুরিকে সামনে আনেন চ্যাপেল। তিনি বলেন, অ্যান্ডারসন সর্বকালের সেরা সুইং বোলার, এতে আমার কোন সন্দেহ নেই। তবে ও এখন নিয়মিত খেলতে পারছে কৈ? ইনজুরি ও ফিটনেস ইস্যুতে ওকে ইংল্যান্ড নিয়মিত খেলাচ্ছে না।

তবে বিশ্লেষক আকাশ চোপড়ার সেরা পাঁচে নেই ইশান্ত, রাবাদা ও সামি। কামিন্স ও অশ্বিনের সাথে ওয়াগনার, বুমরাহ ও হ্যাজলউডকে রেখেছেন তিনি। তার সেরা পাঁচেও ছিলেন না অ্যান্ডারসন।

কিন্তু সঞ্জয় মাঞ্জরেকার ঠিকই রেখেছেন জিমি অ্যান্ডারসনকে। রয়েছেন দুই অস্ট্রেলিয়ান কামিন্স ও হ্যাজলউড। বুমরাহ আর সামিকে তাঁর সেরা পাঁচে স্থান দেন মাঞ্জরেকার।

Exit mobile version