Site icon Jamuna Television

‘বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি দেখভাল করার কেউ নেই’

বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়ম দেখভাল করার কেউ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলের এমপিরা। সরকারি প্রকল্পের খরচে অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা- এসব বিষয়ে আলোচনা জরুরি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, সব দেশেই অনুসন্ধানী সাংবাদিক থাকে যারা জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে। তাই সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর চড়াও হওয়া প্রশ্নবিদ্ধ হয়েছে।

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, অর্থমন্ত্রী জানিয়েছেন ব্যাংকে ৮৮ হাজার কোটি টাকা মন্দ ঋণ। যা কিছু দিন আগেও ১ লাখ কোটি টাকার বেশি ছিল। কিভাবে টাকা এতটা কমলো তা জানানো জরুরি।

অর্থ পাচার যাচাইয়ে দেশের বাইরে দুদকের অফিস করার তাগিদ দেন কাজী ফিরোজ রশিদ। এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৪৮৩ কোটি টাকা মঞ্জুরি প্রদান কণ্ঠভোটে পাস হয়েছে সংসদে।

Exit mobile version