Site icon Jamuna Television

রামুতে ইয়াবা ও নগদ অর্থসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি:

ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী জসীম উদ্দিন (৩৮) কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল ১ ওয়ার্ডের আলী হোসেন সিকদার পাড়া গ্রামের মৃত কবির আহমদের পুত্র।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযাত্রী দল আজ সকালে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের বসতবাড়ি থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল উদ্ধার করে।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৪৬০টি ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬৬ হাজার ৬শ’ টাকা ও একটি মোবাইল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে রামু থানায় মামলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version