Site icon Jamuna Television

ড্র হয়েছে লর্ডস টেস্ট

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে ৩য় দিনের খেলা পুরোটাই বৃষ্টিতে ভেজা যাওয়ার পরও শেষ দিনে নাটকের জন্য অপেক্ষা ছিলো দর্শকদের। কিন্তু ইংলিশ ওপেনার ডম সিবলির দৃঢ়তায় ইংল্যান্ডের কোন বিপদ হয়নি। ৭৫ ওভারে ২৭৩ রানের জয়ের লক্ষ্য পেয়েও সেই পথে হাঁটেনি ইংল্যান্ড। ৩ উইকেটে ১৭০ রান তোলার পর ড্র মেনে নেয় দু’দল।

লর্ডসে ২ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থাকা কিউইরা ৬ উইকেটে ১৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়। ২৭৩ রানের লক্ষ্যে রোরি বার্নস ও ডম সিবলে ২৪ ওভারে তোলেন মাত্র ৪৯ রান। সেখানেই নির্ধারণ হয়ে যায় টেস্টের ভাগ্য। সিবলি অপরাজিত থাকেন ৬০ রানে।

অভিষেকে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ডেভন কনওয়ে হন ম্যাচসেরা। বৃহস্পতিবার এজবাস্টনে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। এরপর সাউদাম্পটনে ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে নিউজিল্যান্ড।

Exit mobile version