Site icon Jamuna Television

বিদেশি আগ্রাসন বন্ধে নতুন আইন জারি হলো উত্তর কোরিয়ায়

বিদেশি আগ্রাসন বন্ধে নতুন আইন জারি হয়েছে উত্তর কোরিয়ায়। এই আইনের ফলে বিদেশি কোনো চলচ্চিত্র বা অনুষ্ঠান দেখতে পারবেন না দেশটির নাগরিকরা। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি এই আইন জারি করেন।

এতে বলা হয়েছে, টেলিভিশন বা কম্পিউটারে বিদেশি কোনো চলচ্চিত্র, নাটক কিংবা গান দেখতে পারবেন না উত্তর কোরিয়ার নাগরিকরা। এমনকি বিদেশি ব্র্যান্ডের কোনো টেলিভিশনও কেউ কিনতে পারবেন না। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেটে মুভি কিংবা ওয়েব সিরিজ দেখার সুযোগও।

এর আগে উত্তর কোরিয়ার পুরুষদের জন্য ট্যাটু, চুলে রং করা এবং ফ্যাশনেবল ছেড়া জিন্স নিষিদ্ধ করেন কিম জং উন।

ইউএইচ/

Exit mobile version