Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল

করোনাভাইরাস মহামারীতে ভারতের পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন হবে, তা আগামী ৭ দিনের মধ্যে ঘোষণা করা হবে।
জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে জানা যায়, ইতিমধ্যে একাধিক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টও সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করায় সন্তোষ প্রকাশ করেছে। সেই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পথে হাঁটল না পশ্চিমবঙ্গ সরকার। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেল।

সোমবার (৭ জুন) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিক্ষার্থী, অভিভাবক ও আমজনতার কাছ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ব্যাপারে মতামত চাওয়া হয়েছিল, তাতে ৮৩ শতাংশ মানুষ উচ্চ মাধ্যমিক বাতিলের পক্ষে।

তিনি আরও বলেন, প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণও আছে। বিশেষজ্ঞ কমিটিও বলেছে যে এই সময় পরীক্ষা নেওয়া উচিত নয়। যেহেতু মহামারী চলছে, অনেক স্কুল করোনার সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হচ্ছে। নানা রকম ব্যাপার আছে। তাই আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না।

তবে কীভাবে মূল্যায়ন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উচ্চ শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দফতরের আলোচনার ভিত্তিতে আগামী সাতদিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, কিন্তু মূল্যায়ন হবে, সেটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ শিক্ষা সংসদ এবং শিক্ষা দফতর একসঙ্গে বসে দেখে নেবে। বিশেষজ্ঞ কমিটিরও মত আছে। তবে দেখে নিতে হবে, বাচ্চাদের যেন কোনও অসুবিধা না হয়।

Exit mobile version