Site icon Jamuna Television

পিএফএ বর্ষসেরা ফুটবলার হলেন ডি ব্রুইনা

২০২০-২১ মৌসুমের ইংলিশ লিগে পেশাদার ফুটবলারদের জন্য পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ম্যানচেষ্টার সিটির কেভিন ডি ব্রুইনা। লিগে খেলা ফুটবলাদের ভোটে হেনরি, ক্রিস্টিয়ানো রোনালদোদের মতো তিনি টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন।

চলতি মৌসুমে ম্যানসিটির প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে ডি ব্রুইনা রেখেছিলেন দারুণ ভুমিকা। ৬ গোলের সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন এক ডজন গোল। এমন অর্জনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যান সিটির ব্রুনো ফার্নান্দেজ এবং টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইন।

উল্লেখ্য, এবারের মৌসুমে দলের হয়ে ডি ব্রুইনা খেলেছেন ৪০ ম্যাচ, করেছেন ১০ গোল। আর দলের সতীর্থদের করা ১২ গোল ছিল তারই অ্যাসিস্টে।

Exit mobile version