Site icon Jamuna Television

বিতর্কিত টুইটের জন্য শাস্তি পেলেন রবিনসন

৯ বছর আগে করা ভুলের শাস্তি পেলেন ইংলিশ পেসার অলি রবিনসন। এশীয়, মুসলিম ও নারীদের নিয়ে বিতর্কিত টুইট করার জন্য রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি।

১৮ বছর বয়সে রবিনসন বিদ্বেষমূলক ও আপত্তিকর বেশ কিছু মন্তব্য করেছিলেন। যেখানে ক্ষমা চেয়েও রেহাই পাননি তিনি। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসিবি। ফলে এই তদন্ত চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন রবিনসন।

নিউজিল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া সিরিজের ২য় টেস্টে তাকে রাখা হয়নি বলেও জানিয়েছে ইংলিশ বোর্ড। অভিষেক টেস্টে ৭ উইকেট, ব্যাট হাতে ৪২ রান করে সাড়া ফেলেছিলেন এই ইংলিশ পেসার।

Exit mobile version