Site icon Jamuna Television

৫ জেলায় বজ্রপাতে প্রাণ গেলো ৯ জনের

৫ জেলায় বজ্রপাতে প্রাণ গেলো ৯ জনের। এরমধ্যে রাজশাহীর চারঘাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে ঝড়ো হাওয়া শুরু হলে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান চককাপাসিয়া গ্রামের মুক্তা বেগম, আলেয়া বেগম এবং সোহান আলী। আর রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পরশ আলী। এখনো চিকিৎসাধীন একই এলাকার ভুট্টু আলী।

এছাড়া দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর ও মেহেরপুরে মারা গেছেন আরও ৫ জন।

ইউএইচ/

Exit mobile version