Site icon Jamuna Television

শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা

শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ঢাকা ইন্টারন্যাশনাল ডিবেট ফেস্ট ফর দ্যা ওআইসি ইয়্যুথ ২০২১’ শীর্ষক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। বিকালে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে আরও যুক্ত হন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদসহ ইসলামিক কোঅপারেশন ইয়্যুথ ফোরাম এর সভাপতি তাহা আয়হান। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ৭ জুন শুরু হয়ে শেষ হবে ১৪ জুন।

প্রতিযোগিতাটির মূল পর্ব শুরু হবে ১৯ জুন থেকে। আঞ্চলিক পর্বের পর আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হবে ২৪ জুন থেকে। আঞ্চলিক পর্বের বিজয়ী পাবে ৫০০ ডলার ও আন্তর্জাতিক পর্বের বিজয়ী পাবে ৩ হাজার ডলার।

Exit mobile version