Site icon Jamuna Television

বর্তমান অবস্থায় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না খালেদা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন,’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন যে অবস্থায় তাতে আই্নীভাবে তিনি নির্বাচন করতে পারবেন না। তবে উচ্চ আদালত নির্দেশ দিলে অংশ নিতে পারবেন।’

আজ সোমবার প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২)(ঘ) উপ–অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখিত রয়েছে। এ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে , ‘কেউ নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হইয়া থাকে’ তাহলে তিনি নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন।”

তবে উচ্চ আদালতে আপিল আবেদন গৃহীত হলে উচ্চ আদালত সাজা পরিবর্তন ও রায় স্থগিত করতে পারেন। সে ক্ষেত্রে নিম্নআদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন।

এছাড়া সিইসি আগামীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করছেন। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদী।

Exit mobile version