Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধা তালিকার তৃতীয় পর্বে নাম এসেছে ১২ হাজার ১১৬ জনের

আজ তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল- জামুকা’র অনুমোদনবিহীন বেসামরিক গেজেট
নিয়মিতকরণ অন্তে ৮ বিভাগের ৩৮৮ উপজেলার ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। তালিকাটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এই তালিকায় ঢাকা বিভাগের ৩ হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের ১ হাজার ১৮০ জন, খুলনা বিভাগের ২ হাজার ২৯০ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এছাড়াও ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ জন ও সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version