Site icon Jamuna Television

লাটভিয়াকে ‘ব্রাজিল’ বানিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারলো জার্মানি

লাটভিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরে নিলো জার্মানি। ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় জোয়াকিম লোর দল।সবশেষ ডেনমার্কের সঙ্গে ড্র করা জার্মানি এদিন গোলবন্যায় ভাসায় লাটভিয়াকে।

ম্যাচের ১৯ মিনিটে দলকে লিড এনে দেন রবিন গোজেন্স। মিনিট দুয়েকের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ইলাকাই গুনদোয়ান। ২৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন টমাস মুলার। প্রথমার্ধের শেষ দিকে ওজলস ও জিনাব্রির গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি ফুটবলার টিমো ভেরনারের গোলে ব্যবধান বাড়ায় জোয়াকিম লো শিষ্যরা। শেষ দিকে সাভেলিয়েভসের গোলে লাটভিয়া ব্যবধান কমালেও লেরন সানের গোলে ৭-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় জার্মানির।

ইউএইচ/

Exit mobile version