Site icon Jamuna Television

শেষ আটে জোকোভিচ, সহজ জয় নাদালের

লরেন্সো মুসেত্তিকে হারিয়ে আসরে শেষ আট নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। অপর ম্যাচে ইয়ানিক সিনেরের বিপক্ষে সহজ জয়ে কোয়ার্টারে পা রাখলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

আসরে এখন পর্যন্ত কোনো সেট না হারা নাদাল এদিনও পেয়েছেন দাপুটে জয়। তরুণ সিনেরকে হারিয়েছেন সরাসরি সেটে। প্রথম সেটে সিনের কিছুটা লড়াই করলেও হারতে হয় ৭-৫ গেইমে। পরের দুই সেটে পাত্তাই পাননি এই ইতালিয়ান। ৬-৩ ও ৬-০ গেইমের জয়ে শেষ আটে পা রাখেন রেকর্ড ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল। পুরুষ এককে রেকর্ড ২১তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে শেষ আটে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টসম্যান।

অপর ম্যাচে ঘাম ঝরানো জয় পেয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। তরুণ লরেন্সো মুসেত্তির কাছে হেরে বসেন প্রথম দুই সেট। পরের দুই সেটে অবশ্য ঘুরে দাঁড়ান নোভাক জোকোভিচ। পঞ্চম সেটে এই সার্বিয়ান ৪-০ ব্যবধানে এগিয়ে থাকলে পেটের ব্যথায় সরে দাঁড়ান মুসেত্তি।

এর আগে চতুর্থ সেটে মেডিকেল টাইম আউট নেন এই ইতালিয়ান। ম্যাচ হারলেও লড়াকু মানসিকতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন মুসেত্তি। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ মাত্তেও বেরোত্তিনি।

ইউএইচ/

Exit mobile version