Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় বাংলাদেশকে পুনরায় সাহায্য পাঠালো যুক্তরাষ্ট্র

করোনা মোকাবেলায় বাংলাদেশকে পুনরায় সাহায্য পাঠালো যুক্তরাষ্ট্র

করোনা মোকাবেলায় বাংলাদেশকে পুনরায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ জুন) যুক্তরাষ্ট্র সরকার তাদের দেশের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র মাধ্যমে বাংলাদেশ সরকারেকে এসব সরঞ্জাম হস্তান্তর করে।

যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবেলায় ৮৪ মিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তা দিয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার উপস্থিত ছিলেন।

হস্তান্তরের সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার বলেন, গত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি।

Exit mobile version