Site icon Jamuna Television

আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপিই দেশকে অস্থিতিশীল করে: কাদের

আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপিই দেশকে অস্থিতিশীল করে: কাদের

আওয়ামী লীগ নয়, আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপিই দেশকে অস্থিতিশীল করে। দলটির এমন অবস্থা যে কিছুদিন পরে বজ্রপাতের জন্যও সরকারকে দায়ী করবে। এমনটি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ এ আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, সীমান্তে করোনার সংক্রমণ বাড়ছে, পরিস্থিতি স্থিতিশীল এমনটা বলার কারণ নেই। করোনার জন্য সর্বোচ্চ সর্তকতায় থাকতে হবে। ভ্যাকসিন পাওয়ার জন্য চেষ্টার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।

এছাড়া করোনার বিষয় সরকারের সর্তকতা নিয়ে যারা প্রশ্ন করেন, তারা বিরোধিতার জন্যই এমনটি করেন বলেও দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এনএনআর/

Exit mobile version