Site icon Jamuna Television

প্রাইভেটকারকে প্রায় ৫০ গজ টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেন, আহত ৩ পুলিশ

প্রাইভেটকারকে প্রায় ৫০ গজ টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেন, আহত ৩ পুলিশ

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার আরোহী তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। প্রাইভেটকারটিকে ট্রেনটি প্রায় ৫০ গজ টেনে হিঁচড়ে নিয়ে যায়। সোমবার রাত ২টায় উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা নিয়ে রাতে টহল দিচ্ছিলো পুলিশের একটি দল। সাপমারা রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। আহত হন রায়পুরা থানার এসআই শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন। আহতদের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রেলক্রসিংয়ে গেইম্যান থাকলেও রাতে কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এনএনআর/

Exit mobile version