Site icon Jamuna Television

আগামী ২০ বছরে উইঘুর গোষ্ঠীর জনসংখ্যা কমতে পারে এক তৃতীয়াংশ

আগামী ২০ বছরে উইঘুর গোষ্ঠীর জনসংখ্যা কমতে পারে এক তৃতীয়াংশ

চীনের জন্ম নিয়ন্ত্রণ নীতির কারণে আগামী ২০ বছরে সংখ্যালঘু উইঘুর গোষ্ঠীর জনসংখ্যা এক তৃতীয়াংশ কমতে পারে। জার্মানির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, চীনের জিনজিয়াং প্রদেশের আঞ্চলিক নীতির প্রভাবে উইঘুরদের সংখ্যা ২৬ লাখ থেকে ৪৫ লাখ পর্যন্ত কমতে পারে। ২০৪০ সাল নাগাদ মুসলিম গোষ্ঠীটির সংখ্যা দাঁড়াতে পারে ৮৬ লাখ থেকে ১ কোটি ৫ লাখ। উইঘুরদের ওপর নানা ধরণের নিপীড়নের পাশাপাশি জন্মনিয়ন্ত্রণেও বাধ্য করা হয় বলে বহুদিন ধরেই অভিযোগ পশ্চিমাদের।

যদিও তা অস্বীকার করে চীনের দাবি, স্বাভাবিক প্রক্রিয়াতেই কমছে জন্মহার। দেশটির সরকারি তথ্য অনুযায়ী ২০১৭ থেকে ২০১৯- এই দুই বছরে জিনজিয়াং-য়ের সংখ্যালঘু গোষ্ঠীটির জন্মহার কমেছে ৪৮ দশমিক ৭ শতাংশ।

এনএনআর/

Exit mobile version