Site icon Jamuna Television

শীঘ্রই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে: পর্যটন প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও কোভিড-১৯ পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত আবারও পেছানো হয়। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শীঘ্রই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে।

মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সবকিছু প্রায়ই প্রস্তুত। দ্রুত সময়ের মধ্যে এখানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মুফিদুররহমান, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা

Exit mobile version