Site icon Jamuna Television

কুড়িগ্রামে ৫টি চোরাই বাইসাইকেলসহ দু’জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌরসভা এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন সুইপার কলোনি থেকে সোমবার (৭ জুন) রাতে সুনিল হরিজন (২১) ও কানাই হরিজন (২৩) নামে দু’জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছে সংরক্ষিত ৫টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দিয়ে মঙ্গলবার (৮ জুন) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সাব ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম ও সাব ইন্সপেক্টর নাজমুস সাকিব সজীব সঙ্গীয় ফোর্সসহ সোমবার (৭ জুন) রাতে পুরাতন শহরের সুইপার কলোনিতে অভিযান পরিচালনা করে।

এসময় কলোনির অধিবাসী মানিক হরিজনের ছেলে সুনীল হরিজন ও সীতারাম হরিজনের ছেলে সুলিন হরিজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে কুড়িগ্রাম পৌরসভাধীন চৌধুরীপাড়া, ঠিকাদারপাড়া, মুন্সিপাড়া, রিভারভিউ মোড় ও একতাপাড়া বাহারের চর থেকে চোরাইকৃত ৫টি বাইসাইকেল গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৮০ ধারায় মামলা দিয়ে মঙ্গলবার (৮জুন) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা মাদকাসক্ত। তারা নেশার অর্থ যোগার করতে চুরি করতো বলে স্বীকার করেছে।

Exit mobile version