Site icon Jamuna Television

ইসরায়েলের রাস্তায় হঠাৎ দানবীয় গর্ত, সিসি ক্যামেরায় ভয়াবহ দৃশ্য (ভিডিও)

ইসরায়েলে এবার দেখা মিললো সিংকহোলের। জেরুজালেমের ঘনবসতিপূর্ণ এলাকার একটি অংশ হঠাৎ দেবে যায়। এতে কেউ হতাহত না হলেও রহস্যজনক দানবীয় গর্তে পড়েছে বেশকিছু গাড়ি। সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়লো সিসি ক্যামেরায়।

গর্ত হওয়া জায়গাটি জেরুজালেমের একটি হাসপাতালের পার্কিং। রাখা আছে সারি সারি যানবাহন। হঠাৎ বিশাল জায়গাজুড়ে তৈরি হলো গভীর গর্তের। মুহূর্তেই গায়েব বেশ কিছু গাড়ি।

বিশ্বব্যাপী রহস্যজনক এই গর্তটি সিংকহোল নামেই পরিচিত। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থলটি পার্কিং জোন হওয়ায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। তবে সতর্কতা হিসেবে গোটা এলাকায় বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ইউএইচ/

Exit mobile version