Site icon Jamuna Television

খুলনায় দুই ডোজ টিকা নিয়েও ৭ জন করোনা আক্রান্ত

খুলনার রূপসা উপজেলায় দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৭ জন সরকারি কর্মকর্তা। মঙ্গলবার সন্ধ্যায় রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা এই তথ্য নিশ্চিত করেন।

কামাল উদ্দীন বাদশা জানান, গত ৬ জুন তিনিসহ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী গোলাম মাহমুদ, সার্টিফিকেট সহকারী রেজোয়ানুর রহমান ও প্রসেস সার্ভার শ্যামা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান করোনা পজেটিভ শনাক্ত হন।

করোনা পজেটিভ হওয়া এই সাত জনের সকলেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, তিনি ছাড়াও উপজেলার যে ৬ জন সরকারি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন, তারা সবাই করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন।

Exit mobile version