Site icon Jamuna Television

সৌদি আরবে বন্দি হামাস নেতা, মুক্তি দাবি

সৌদি আরবে বন্দি ক্যান্সার আক্রান্ত হামাস নেতা মোহাম্মদ আল-খুদারিসহ অন্য ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস নেতা রাফাত মৌরা। সূত্র: ইয়েনি শাফাক।

মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষকে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আহ্বান জানান হামাসের এই নেতা। এক বিবৃতিতে তিনি ফিলিস্তিন ও সৌদির সম্পর্কের বিষয়টি বিবেচনা করে তাদের মুক্তির দাবি জানান।

বিবৃতিতে রাফাত বলেন, আমরা সৌদি নেতাদের আহ্বান জানাচ্ছি বিচারের প্রক্রিয়াটি বন্ধ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে।

হামাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হামাসের ৬০ সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে আল-খুদারি রয়েছেন।

যদিও রিয়াদ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আটক ব্যক্তিরা আইনের মধ্যে থাকা তাদের অধিকার ভোগ করবে।

গত ফেব্রুয়ারিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০১৯ সালের ৪ এপ্রিল আল খুদারি ও তার ছেলে হানি আল-খুদারিকে যখন সৌদি কর্তৃপক্ষ আটক করেছিল তখন তিনি মুত্রথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, হামাসের তথ্যমতে আল খুদারি একজন চিকিৎসক, সৌদি আরবে তিনি হামাসের অনানুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আল খুদারি প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন।

Exit mobile version