Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে টিকা নিলে উপহার দেওয়া হবে গাঁজা

২১ বছরের ঊর্ধ্বে কোনো নাগরিক টিকা নিলে তাকে গাঁজা উপহার দেবে যুক্তরাষ্ট্রের মাদক ও অ্যালকোহল লাইসেন্সিং বোর্ড। প্রতিষ্ঠানটি বলছে, তারা এ উপলক্ষে ‘জয়েন্ট ফর জ্যাবস’ নামে একটি কর্মসূচি চালু করেছে। কর্মসূচির আওতায় প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি করোনাভাইরাসের টিকা নেওয়ার শর্তে পেতে পারে অপ্রস্তুত এক রোল গাঁজা।

ওয়াশিংটনের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার হার লক্ষণীয়ভাবে কমে যাওয়ায় গভর্নরসহ অন্যান্য কর্তাব্যক্তিদের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিকে তারা একটি ‘সৃজনশীল’ উদ্যোগ বলেও উল্লেখ করেছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রে টিকা নিতে নাগরিকদের উৎসাহিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে অভিনব সব উদ্যোগ। যার মধ্যে রয়েছে, বিনামূল্যে বিয়ার সরবরাহ ও লটারিতে এক মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণাও।

Exit mobile version