Site icon Jamuna Television

জুলাইয়ে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর আয়োজনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ৩০ জুলাই থেকে ২২ আগস্টের মধ্যে এই আসর অনুষ্ঠিত হবে।

দেশটির ক্রিকেট কর্তৃপক্ষের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তারা করোনা পরিস্থিতিতে বায়োবাবল মেনে গত আসরের মত এবারও লিগ আয়োজন করতে যাচ্ছে। গত বছর একইভাবে ওই লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। লিগ চলাকালীন স্বাস্থ্যবিধি কীভাবে মানা হবে তা নির্ধারণ করবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসরে পাঁচটি দল অংশ নিয়েছিল। থিসারা পেরেরার নেতৃত্বাধীন জাফনয়া স্ট্যালিয়ন্স ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল।

Exit mobile version