Site icon Jamuna Television

আবারও দৈনিক মৃত্যুর শীর্ষে উঠে এলো ব্রাজিল

আবারও দৈনিক মৃত্যুর শীর্ষে উঠে এলো ব্রাজিল। ২৪ ঘণ্টায় লাতিন দেশটিতে প্রাণ হারান ২ হাজার ৬৯৩ জন। সংক্রমণ শনাক্তও ছিলো অর্ধলাখের বেশি।

কয়েকদিনের বিরতির পর বিশ্বজুড়ে মঙ্গলবার আবারও ১০ হাজারের ওপর মানুষের মৃত্যু হয় করোনাভাইরাসে। মোট প্রাণহানি ৩৭ লাখ ৬২ হাজার।

যুক্তরাষ্ট্রেও ৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন একদিনে, করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজারের বেশি। আর্জেন্টিনায় করোনাভাইরাসে ৭২১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। অপর লাতিন দেশ কলম্বিয়ায় সংখ্যাটি ছিল ৪২৭ জন।

এদিকে, মঙ্গলবার করোনার প্রকোপে ৩৮০ জনের মৃত্যু হয় রাশিয়ায়। ২৪ ঘণ্টায় বিশ্বের ৩ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। আর মোট করোনা শনাক্ত হয়েছে পৌনে ১৮ কোটি।

ইউএইচ/

Exit mobile version