Site icon Jamuna Television

ভারতে হাতির করোনা টেস্ট

ভারতের তামিলনাড়ু রাজ্যে কমপক্ষে ২৮টি হাতির করা হলো করোনার নমুনা পরীক্ষা। অবশ্য প্রাণীগুলো কোভিড আক্রান্ত কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মূলত রাজ্যের একটি চিড়িয়াখানায় ৯ বছর বয়সী একটি এশিয়ান হাতির মৃত্যুতেই এ উদ্যোগ। সর্তকতার অংশ হিসেবেই হাতির পালের নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে দাবি বনবিভাগের। কারণ চেন্নাইয়ের একটি চিড়িয়াখানাতেও সিংহের শরীরে মিলেছে করোনাভাইরাস।

ধারণা করা হচ্ছে, পরিচর্যাকারীদের মাধ্যমেই সংক্রমিত হয় প্রাণীগুলো। এর আগেও কোভিড আক্রান্ত হয়ে পাকিস্তানে মারা গেছে দুটি বিরল সাদা বাঘের ছানা। স্পেনেও একটি সিংহের মৃত্যু হয় কোভিডে।

ইউএইচ/

Exit mobile version