Site icon Jamuna Television

রাজধানীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুর এলাকার আবাসিক হোটেল আল ফারুক থেকে তরুণ কান্তি সেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। আজ ভোর ৪টার দিকে তরুণ কান্তির লাশ উদ্ধার করে পুলিশ।

মতিঝিল থানা পুলিশ জানায়, হোটেলের ৭০১ নম্বর রুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হোটেলের রেজিস্ট্রার থেকে জানা যায়, মৃত ব্যক্তি ৭ জুন সকালে কমলাপুরের হোটেল আল ফারুকে উঠেছিলেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম তরুণ কান্তি সেন। সেখানে তার ঠিকানা দেওয়া হয়েছে আব্দুস সাত্তার রোড, কোতয়ালী, চট্টগ্রাম। তরুণ কান্তি পেশায় ছিলেন ব্যবসায়ী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষকিভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

এনএনআর/

Exit mobile version