Site icon Jamuna Television

বলিভিয়ার পার্লামেন্টে আইনপ্রণেতাদের মারামারি

পার্লামেন্টে মারামারিতে জড়ালেন বলিভিয়ার আইনপ্রণেতারা। মঙ্গলবারের অধিবেশনে দেখা যায় এই গোলযোগ। বিরোধীদলের রাজনীতিবিদ হেনরি রোমেরো এবং ক্ষমতাসীন সমাজতান্ত্রিক এমএএস পার্টির সদস্য আন্তোনিও কলকের মাঝে তর্কাতর্কি থেকে ঘটনার সূত্রপাত।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জিনাইন আনেজ গ্রেফতার হন। সেই ইস্যুকে কেন্দ্র সরকারি দলকে প্রশ্নবিদ্ধ করেছিলেন বিরোধীরা। উভয়পক্ষের তর্ক-বিতর্ক একপর্যায়ে গড়ায় সংঘাতে।

স্পিকার গণ্ডগোল থামানোর চেষ্টা করলেও তার আহ্বানকে পাত্তা দেননি এমপিরা। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

Exit mobile version