Site icon Jamuna Television

১ টাকায় শুভ!

১ টাকায় শুভ!

জাগো দিয়ে শুরু করে এখন বঙ্গবন্ধু। প্রায় এক যুগ ধরে নিজেকে আমূল বদলে ফেলেছেন আরিফিন শুভ। শোবিজ অঙ্গনের হয়ে উঠেছেন আস্থার প্রতীক। ক্যারিয়ারে যোগ করেছেন অনেক ধরনের চরিত্র। আর এবার করতে চলেছেন অভিনয়জীবনের সেরা এক চরিত্র, সবচেয়ে বড় বাজেটের ছবি ‘বঙ্গবন্ধু’তে।

কিন্তু এই ছবির জন্য কতো পারিশ্রমিক নিয়েছেন শুভ জানেন? মাত্র ১ টাকা! শুভর মতে, তার অভিনয়জীবনের সেরা এক চরিত্র শেখ মুজিবুর রহমান। অনেক আবেগের নামও তার কাছে। তাই এখানে টাকাটা মুখ্য নয়।

মূলত এমন অনুভূতি থেকেই মাত্র এক টাকার বিনিময়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর সেই পারিশ্রমিক পাওয়া এক টাকার চেকের ছবিও তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবির উপরে তিনি ক্যপশনে লিখেন, “শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা ‘অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না’।”

শুভ’র মতে, একজন অভিনয়শিল্পী হিসেবে আমার মনে হয়েছে, একটা চরিত্র ফুটিয়ে তুলতে হলে সেটার নার্ভ ধরতে হয়, হোক সেটা ফিকশনাল বা কাল্পনিক। শুনেছি, বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় তিনি মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস আর স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক আমি নেব না। আরও বলেছিলাম, যেহেতু আমার রক্ত ঘাম সবই এই সিনেমায় থাকবে, তাই ফ্রিতে কাজ করবো না, পারিশ্রমিক নেব। তাই আমি এক টাকা নিয়েছি।

চুক্তির সময় শুভর কাছে জানতে চাওয়া হয়েছিল, তার কোনও শর্ত আছে কিনা। তখন এই তারকা সম্মানী এক টাকা চেয়েছেন। যা শুনে মুগ্ধ হয়েছিলেন ছবির পরিচালক শ্যাম বেনেগালসহ অনেকে। এমনি শুটিং ইউনিটে আদর করে শুভকে ডাকা হতো ‘এক টাকার আর্টিস্ট’ বলে! উপাধিটা দেন শ্যাম বেনেগাল নিজেই।

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান শুভ। তার আগে ৫ দফা তাকে অডিশন দিতে হয়েছে। আর ছবির কারণেই অসুস্থ অবস্থায় মুম্বাইতে গিয়েছিলেন শুভ।

এদিকে ভারতের মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’র বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। শিগগিরই বাংলাদেশ অংশের শুটিং শুরু করবেন নির্মাতা শ্যাম বেনেগাল। এটি শুরু হবে আগামী সেপ্টেম্বরে।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। এছাড়া তাজউদ্দীন আহমেদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

এনএনআর/

Exit mobile version