Site icon Jamuna Television

প্রায় ৮শ বছর পর সক্রিয় আইসল্যান্ডের এক আগ্নেয়গিরি

প্রায় ৮শ বছর সক্রিয় হয়েছে এক আইসল্যান্ডের আগ্নেয়গিরি

প্রায় ৮শ বছর পর সক্রিয় হয়ে উঠেছে আইসল্যান্ডের এক আগ্নেয়গিরি। শুক্রবার রাজধানী রিকজাভিক থেকে ৩০ কিলোমিটার দূরের এক পর্বতে শুরু হয় অগ্ন্যুৎপাত।

রিকজেন উপদ্বীপের ওই পর্বতে প্রায় চার ঘণ্টা ধরে নির্গত হয় লাভা। ছড়িয়ে পড়ে প্রায় এক বর্গকিলোমিটার এলাকা জুড়ে। যা প্রায় দু’শ ফুটবল মাঠের সমান।

কর্তৃপক্ষ বলছে, ১২ শতকের পর এই প্রথমবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলো দ্বীপটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আপাতত বন্ধ আছে লাভা উদগীরণ। তবে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা।

এনএনআর/

Exit mobile version