Site icon Jamuna Television

দেশে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার। দেশে একদিনে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৯৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪ টি।

বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৩৭ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএনআর/

Exit mobile version