Site icon Jamuna Television

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতে রোশন সিং

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতে রোশন সিং

রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্কে ফাটল ধরেছে বছর খানেক আগে। কিন্তু সে তিক্ততা ভুলে কলকাতার এ নায়িকার সঙ্গে সংসার করতে চান সাবেক উড়োজাহাজ ক্রু রোশন। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি ধারা রয়েছে। সোমবার এর মাধ্যমে আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিলেন রোশন।

শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন। এর আগে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। রাজীব ও শ্রাবন্তীর ছেলে ঝিনুক। এর আগে ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন টলি বিউটি। সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি।

এরপরই ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। কিন্তু গত বছরের নভেম্বর মাস থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন। আলাদা থাকতেও শুরু করেন।

কিন্তু এখন সেই সমস্ত তিক্ততা ভুলতে চাইছেন রোশন। আবার নতুন করে শ্রাবন্তীর সঙ্গে থাকতে চাইছেন তিনি।

নিন্দুকেরা মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন।

তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশানের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।

এনএনআর/

Exit mobile version